ডেস্ক রিপোর্ট।।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল করোনায় আটজন এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজন আর উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৯২টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।
কুষ্টিয়া ২৫ শয্যা হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে ১৯১ জন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।