হুমায়ূন চোকদার কুষ্টিয়া সংবাদদাতাঃ প্রেমে ব্যর্থ হয়ে বিষ পানে প্রাণ হারালো এক তরুণ। কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের অর্ন্তগত কাঞ্চনপুর গ্রামের মোঃ মিন্টু হোসেনের বড় ছেলে মো: রাজু আহমেদ (রাজু)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ সন্ধা ৬ টার কিছুক্ষণ পর মৃত্যু বরণ করেন রাজু। (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহির রাজিউন)। প্রেমে ব্যার্থ হয়ে , প্রেমিকার উপর রাগ করে গত ২৫ তারিখ বিষ পান করে রাজু আহম্মেদ।
LN/Arif
Leave a Reply