শেখ মোঃ ইমরান, কাশিয়ানী(গোপালগঞ্জ)।
“সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ”
এই স্লোগান’কে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা, কাশিয়ানী উপজেলা শাখা অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০মে শনিবার সকাল ১০টা থেকে শুরু করে উপজেলাধীন সন্ধ্যা বাজার মানবাধিকার কার্যালয়ে দিনব্যাপী এই উদ্বোধনীয় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড.মোঃ শাহীন মোল্যার সঞ্চালনায় কাশিয়ানী শাখা সংস্থার সভাপতি মোঃ জাহীদুল ইসলামের সভাপতিত্বে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও মহাসচিব মোঃ এম. হাসান মাহমুদের ফিতাকাটা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে উদ্বোধনীয় কার্যক্রম ও আলোচনা সভা শুরু করেন।
এ আলোচনা সভায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা, কাশিয়ানী শাখার ভবিষ্যৎ দৃঢ়তা ও সু-সংগঠিত কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুরাদুল ইসলাম, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও মহাসচিব মোঃ এম. হাসান মাহমুদ, কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার মোঃ সাদেকুল ইসলাম, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফায়েকুজ্জামান,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মুরাদ,কাশিয়ানী রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিল্টন খান পটু, সাজাইল ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি শহিদুল আলম মুন্না সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাশিয়ানী রিপোর্টাস ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবাদুল রানা, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোঃ আহাদুজ্জামান আহাদ, দৈনিক সাজাইল সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও কোলকাতা এক্সপ্রেস’এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মোঃ ইমরান, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা অন্যান্য সদস্য সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এসই/LN24BD
Leave a Reply