গোপালগঞ্জ সংবাদদাতাঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১০জানুয়ারি মঙ্গোলবার সকালে ১০টা ৩০মি. সময় কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পক অর্পণ, জাতীয় ও দলিয় পতাকা উত্তলন, র্যালি এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি সরকার দলীয় কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিজের রহমান মফিজ, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন আনু, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ খলিল হোসেন লেবু মোল্যা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা সহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply