গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাভলী বেগম(৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৩০মি. সময় কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত লাভলি বেগম (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ০৪ সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের সাহেব শরিফের স্ত্রী। পূর্ব-শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ৪ সন্তানের জননী লাভলী বেগম(৩৫) রাতের খাবার শেষ করে সন্তানদের নিয়ে নিজ ঘরেই ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১২টা দিকে দুবৃত্তরা লাভলী বেগমের ঘরের জানালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সায়েব শরিফের স্ত্রী লাভলি বেগমকে রড,লোহার পাইপ ও রামদা দিয়ে বেধড়ক ভাবে সর্বশরীরে মারতে থাকে। এসময় লাভলী বেগমের সন্তানেরা দুবৃত্তদের ভয়ে খাটের নিচে পালালে দুবৃত্তরা লাভলী বেগমের ছেলে মাজড়া আলহাজ আবদুল গনি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রতন শরিফকে(১৪) খাটের নিচথেকে টেনে-হিছড়ে বের করে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। দুবৃত্তরা লাভলী বেগমের মৃত্যু নিশ্চিত মনে করে চলেগেলে প্রতিবেশীরা লাভলী বেগম ও তার ছেলের আত্মচিৎকার সুনে ছুটে আসে এবং তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক লাবলী বেগমের অবস্তার অবনতি দেখে দ্রুতই ঢাকা পাঠানোর নির্দেশ দেন। পরে লাভলী বেগমকে ঢাকা নিয়ে প্রথমে পঙ্গু হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৯জানুয়ারি সোমবার রাত ২টা ৩০মি. সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লাভলী বেগমের মা মানোয়ারা বেগম জানান, আমার মেয়ে লাভলী বেগমের সাথে একই গ্রামের আকরাম শরিফের দীর্ঘদিন দরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। লাভলী বেগম প্রতিবেশী মোঃ ইকরাম শরিফের কাছ থেকে ৬শতাংশ জমি ক্রয় করেন। লাভলী বেগমের ওই জমি কেনায় জমি দাতা মোঃ ইকরাম শরিফের আপন ভাই মোঃ আকরাম শরিফ(জামায়েত নেতা) লাভলীর প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং হত্যার হুমকিও দেয়। লাভলী জমি দখলে যেতে গেলে বিভিন্ন উপায়ে বাধা দেয় তারা। পরে লাভলী ৬শতাংশ জমি দখলের জন্য চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য বেক্তিবর্গের কাছে ধরনা দিলে ক-এক দফা শালীশ-মিমাংসা হলেও সমাধান না পেয়ে আদালতের শরণাপন্না হন এবং আদালত লাভলীর পক্ষেই রায় দেন।
নিহতের মা এবং স্থানীয়দের কাছে আরো জানাযায় যে, আকরাম শরিফেরা এতোই হিংস্র যে নিজের আপন ভাই মোঃ ইকরাম শরিফকে জমি’র বিরোধের জেরে হত্যার চেষ্টা চালায়। এতে মোঃ ইকরাম শরিফ গুরুতর আহত হয়ে দির্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এখন মোঃ ইকরাম শরিফ প্রাণ ভয়ে নিজের পিতার ভিটামাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করা যাচ্ছে।এ বিষয়ে তদন্ত চলছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে আটক করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
Leave a Reply