আশরাফুর রহমান হাকিমঃ
মাদারীপুর কালকিনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন স্কুল সহ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে পহেল জানুয়ারী সকাল থেকেই উপজেলার সকল স্কুলগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে, নতুন বই এর ঘ্রাণে শিক্ষার্থীরা উৎফুল্ল ও আনন্দিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারিপুর ৩ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, অ্যাডভোকেট আবুল বাশার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি পৌর শাখা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, নাসির শিকদার প্যানেল মেয়র কালকিনি পৌরসভা,সাবেক ছাত্রলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, জামাল চৌকিদার সভাপতি কালকিনি পৌর তাঁতী লীগ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
Leave a Reply