Friday, March 29, 2024
HomeScrollingএসএমএস পেতে দেরির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

এসএমএস পেতে দেরির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেও দুই মাসে এসএমএস পাননি বলে অভিযোগ অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করা হয়েছে।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল বুলেটিনে বুধবার দুপুরে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, কেন্দ্রের ধারণ ক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় এ সমস্যা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে। আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণ টিকা এক দিনে দেওয়া যায়। তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপস করতে হবে। সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।

এ দিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments