২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বলিভিয়ার রাজধানী লা পাজে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইনজুরির কথা শোনা গেলেও দলের সঙ্গেই আছেন তিনি। আগামীকাল মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কয়েক দিন আগে ইকুয়েডর ম্যাচের পর থেকেই আলাদা অনুশীলন করছেন লা পুলগা। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আমেরিকায় ভিন্নকারণে খবরের শিরোনাম হয়েছেন মেসি।
পিএসজি ছেড়ে কয়েক মাস আগে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে রাজকীয় ভাবে বরণ করে নেয় মিয়ামি।
ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই রেকর্ড পর রেকর্ড গড়েছেন মেসি। তবে মিয়ামিতে যোগ দিয়ে নিজের বাড়ি কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লা পুলগা। সেই কথা মিয়ামি কর্তাদেরও জানিয়েছিলেন লিও। অবশেষে মিসে আমেরিকায় নিজের বাড়ির খোঁজ পেলেন এমএল টেন। যা দেখলে চোখ কপালে ওঠার মতো।
আমেরিকার এক অভিজাত স্থান ফোর্ট লডারডেলে বিশাল অট্টালিকা কিনেছেন মেসি। যা একেবারে সমুদ্রের কাছে। মেসির বাড়ির ব্যালকনি এবং বাগান থেকেই সমুদ্র দেখা যাবে। কী নেই সেই বাড়িতে। সুমিং পুল থেকে শুরু করে, গ্যারাজ, বাগান সবই রয়েছে। বিশাল এই অট্টালিকার অন্দর মহলেও রয়েছে বেশ চমক। মোট ৮টি ঘর রয়েছে। এছাড়াও রয়েছে ৯টি শৌচাগার। সেই সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখা যায় এমন গ্যারাজ। এই অট্টালিকাটি মোট ১০,৫০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে।
মেসির নতুন এই বাড়িটি ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়মের কাছেই অবস্থিত। বিশাল বাড়িটি কিনতে মেসির খরচ পড়েছে ১০.৮ মিলিয়ন যা বাংলাদেশি মুদ্রায় একশ কোটি টাকার উপর।
Leave a Reply