মাদারীপুরে জেলা সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবাগত পুলিশ সুপার মাসুদ আলম বলেন আমি যদি জান্নাতে যাই তাহলে আমার চাকরি জীবনের ভাল কাজের মাধ্যমে যাবো। আমি এই চাকরি দিয়ে পরকালে পাড় হতে চাই।

বুধবার (১২অক্টোবর) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, মাদারীপুরের নবাগত পুলিশ সুপার মাসুদ আলম কিছুদিন আগে মাদারীপুর জেলায় যোগদান করছেন। তাই সমসাময়িক বিভিন্ন বিষয় তুল ধরে মাদক নির্মুল, মানবপাচার, মারামারি ও কিশোর গ্যাংসহ সকল বিষয়ে জিরো টলারেন্স থাকবে পুলিশ প্রশাসন,তাই সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার।

মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাউলা মারমা, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকবৃন্দরা। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও প্রতিচ্ছবি। সাংবাদিকগন পুলিশকে সহযোগিতা করলে সমাজকে আলোকিত করা সম্ভব। আমি সাংবাদিকদের মনের মধ্যে থাকতে চাই, আর সেটা হবে ইনশাআল্লাহ।
Leave a Reply