Saturday, April 20, 2024
HomeScrolling‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি: জেলেনস্কি

‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি: জেলেনস্কি

অনলাইন ডেস্ক |

ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে ‘কিছু দেশ বা কিছু নেতার’ প্রতি আর বিশ্বাস রাখতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলেন।

হলোকাস্টের ঘটনা স্মরণ করে বিশ্বনেতারা যখন এমন ঘটনা ‘আর কখনোই ঘটবে না’ বলে আশ্বাস দেন, তাদের কথা তখন বিশ্বাস হয় কি না জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি বিশ্বকে আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করি না যে, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত। আমরা কথায় বিশ্বাস করি না। রাশিয়া উত্তেজনা বাড়ানোর পর আমরা আমাদের প্রতিবেশীদের বিশ্বাস করি না। আমরা এসবের কিছুই বিশ্বাস করি না।’

লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমনকি আমি নথিপত্রেও বিশ্বাস করি না। আমাদের বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। কিন্তু আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো দাম নেই।’

তিনি বলেন, ‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি। আপনারা যদি আমাদের বন্ধু বা অংশীদার হন, তাহলে আমাদের অস্ত্র দিন, লোকবল দিন, সমর্থন দিন, অর্থ দিন এবং রাশিয়াকে থামান। বন্ধু হলে আপনারা ঠিকই এগুলো করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস শুধু নিজেদের প্রতি, নিজেদের জনগণের প্রতি, নিজেদের সশস্ত্র বাহিনীর প্রতি এবং এই বিশ্বাস যে, অন্যান্য দেশ কেবল কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাদের সমর্থন করবে। এটুকুই। ‘আর কখনো ঘটবে না’ বলার পরও আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সেটা করার সাহস পায়নি।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments