লালমনিরহাট সাংবাদাতাঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভ্রাম্যমান লাইব্রেরি সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্যায়ক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শুরু হয়েছে। করোনা প্রভাব কারনে আজ বুধবার ১০ মার্চ গ গ্রুপে কবিতা আবৃত্তিতে প্রথমস্থান অজর্নকারী তাহ্ হিয়াতুল হাবীব মৃদুলকে পুরস্কার প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা জাকির হোসেন
ভ্রাম্যমান লাইব্রেরি ইউনিটের ফেসবুক গ্রুপে গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৩টি গ্রুপে পোষ্টকৃত চিত্রাংকন, ভাষার গান ও কবিতা আবৃত্তি শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অংগ্রহনকারীর মধ্যে চিত্রাংকন ক গ্রুপে প্রথম হয়েছে নাফিছা হোসেন নীলিমা ও প্রতনূ পূষণ, দ্বিতীয় হয়েছে তাহসিন তাবাসসুম তটিনী ও রাফিন সাদাতি নিধি, তৃতীয় হয়েছে মাসকাওয়াত ইসলাম তাফিম, রিফাত তাসনিম রাইসা। খ গ্রুপে প্রথম হয়েছে আফিফা তাসনীম ও মোস্তাফিজার রহমান মুকুট, দ্বিতীয় হয়েছে মাশাররাত ইসলাম ত্বাকিয়া ও মোঃ গোলাম রাব্বানী, তৃতীয় হয়েছে তৌসিফ হোসেন রিপন, সুমাইয়া কবির। ভাষার গ্রান প্রতিযোগিতায় প্রথম হয়েছে জারাহ হোসেন ভোর, দ্বিতীয় হয়েছে রাবিয়া নাইমাহ শাম্মি ও রাফিয়া নাইমাহ সৌভি এবং তৃতীয় হয়েছে চৌধুরী সিদরাতুল মুনতাহা, নুর হোসেন সোয়াইফ। কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ক গ্রুপে প্রথম হয়েছে নাইমাহ ফাহমিদা স্নেহা ও নূর-ই জান্নাত অনন্যা, দ্বিতীয় হয়েছে ওয়ারিসা রহমান রুহানি ও আদিবা তাবাসসুম এবং তৃতীয় হয়েছে তাহিয়া তাবাসসুম তিতলী ও ফারিয়া ইসলাম। খ গ্রুপে প্রথম হয়েছে কানিজ ইশরাত তরী ও সামরিন জাহান স্বর্না, দ্বিতীয় হয়েছে মুসফিকুন নাহার মিথিলা এবং তৃতীয় হয়েছে ফাবলিহা ইসলাম। গ গ্রুপে প্রথম হয়েছে তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, দ্বিতীয় হয়েছে তানবিরা বিনতে ওয়াহাব।
আয়োজন কতৃপক্ষের সুত্রে জানা যায়, করোনা প্রভারে বিষয়টি চিন্তা করে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে একক ভাবে পর্যায়ক্রমে পুরষ্কার বিতরণ করবেন।
LN/Arif
Leave a Reply