Wednesday, April 24, 2024
HomeScrollingঅনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাস প্রতিরোধ ও হজ ব্যবস্থাপনাকে সামনে রেখে মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে সৌদি ১০ হাজার রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই লাখ ২৫ হাজারের বেশি জরিমানা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটের বরাত দিয়ে রবিবার খবরটি জানায় আরব নিউজ।

সেখানে বলা হয়, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা করা হবে। কেউ যদি দ্বিতীয়বার ধরা হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে।

হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশানা পালন ও বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা কর্মীরা।

সৌদির সকল নাগরিক বাসিন্দাদের হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাস করছেন এমন ব্যক্তিদেরই শুধু এবার হজ করতে পারবেন। গত বছরও এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। এ ছাড়া হজের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments